ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • সাবেক এমপির পোড়া বাড়ি সংস্কারের চেষ্টা, ফের আগুন দেশে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়ে পড়েছে: ফয়জুল করিম কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে বাবুগঞ্জ যুবদলের ফলপ্রসূ বৈঠক  নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি : ইসি মিয়ানমার-আরাকান আর্মির ওপর ঐক্যবদ্ধ আন্তর্জাতিক চাপ জরুরি ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের ‘রহস্যজনক’ মৃ*ত্যু তারেক রহমান ৫৬ হাজার বর্গমাইলকে ঐক্যবদ্ধ করার ঘোষণা করেছেন : সাইফ মাহমুদ জুয়েল  নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান  শেখ হাসিনার পালানোর দিন মোছা হয় ১ হাজার কলরেকর্ড ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন
  • আজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

    আজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ। ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের আমন্ত্রণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. এ কে আব্দুল মোমেন।

    যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এ বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি সমকালকে জানিয়েছিলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ আলোচনায় তিনটি বিষয় গুরুত্ব পাবে। এগুলো হচ্ছে, র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে আরও বেশি সুবিধা নিশ্চিত করা এবং সে দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়া। এর বাইরে দ্বিপক্ষীয় সহযোগিতার আরও কিছু বিষয় আলোচনায় আসবে।

    সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের অবস্থান এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জোর দিতে পারে যুক্তরাষ্ট্র। এ ছাড়া দুটি গুরুত্বপূর্ণ চুক্তি আকসা ও জিসোমিয়ার প্রসঙ্গও আলোচনায় আসতে পারে। আলোচনায় আসতে পারে বাংলাদেশে গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও।

    সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, গত ২০ মার্চ ঢাকায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। এ সহযোগিতার বিষয়টি দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও উঠতে পারে। বিশেষ করে আকসা ও জিসোমিয়া নামের দুটি চুক্তি সই করার বিষয়টি আলোচনায় তুলতে পারে যুক্তরাষ্ট্র। আকসা হচ্ছে অ্যাকুজিশান অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট। এর অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে। আর জিসোমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এই চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করে যুক্তরাষ্ট্র। এ বিষয়গুলো পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন বৈঠকেও উঠতে পারে।

    দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আকসা কিংবা জিসোমিয়া চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র ১৯৩টি দেশের কাছে আরও আগেই প্রস্তাব পাঠিয়েছে। এর মধ্যে বাংলাদেশও আছে। তবে এ দুটি চুক্তির বিষয়ে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি। এটা ওয়াশিংটন বৈঠকে আলোচনা হবে কিনা, সেটাও বৈঠকের আগে বলা যাচ্ছে না। কূটনৈতিক সূত্র আরও জানায়, বৈঠকে বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় গত কয়েক মাসে পরিস্থিতি সম্পর্কে যে অগ্রগতি প্রতিবেদন আছে, তা নিয়ে আলোচনা হতে পারে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ আলোচনায় তিনটি বিষয় গুরুত্ব পাবে। এগুলো হচ্ছে, র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে আরও বেশি সুবিধা নিশ্চিত করা এবং সে দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়া। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন যে কোনো পর্যায়ের আলাপেই এ তিনটি বিষয় প্রাধান্য পাচ্ছে। সর্বশেষ ঢাকা অংশীদারিত্ব সম্মেলনেও বাংলাদেশ এ তিনটি বিষয় গুরুত্ব দিয়ে আলোচনায় তোলে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড 'নিষেধাজ্ঞা' প্রত্যাহারের বিষয়টি জটিল ও সময়সাপেক্ষ বলে উল্লেখ করেছিলেন। এ ছাড়া যতবারই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের আরও বেশি সুবিধার কথা বললে তাদের পক্ষ থেকে বরাবরই 'এটা বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল' বলে উল্লেখ করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ