ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

Motobad news
শিরোনাম

পর্তুগাল আওয়ামী লীগের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

পর্তুগাল আওয়ামী লীগের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পর্তুগাল আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৩০ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে দলের নেতাকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জহিরুল আলম জসিম পর্তুগাল প্রবাসীদের প্রাণের দাবি বাংলাদেশে একটি পর্তুগাল দূতাবাস চালু করাসহ পর্তুগালে বসবাসকারী প্রবাসীদের পাসপোর্টের সংশোধনের বিভিন্ন প্রতিবন্ধকতা নিরসন, বাংলাদেশ এয়ারপোর্টে ভোগান্তি এবং পর্তুগাল প্রবাসীরা লাশ দেশে পাঠানো বিষয়ে সরকারের সহযোগিতার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় সভায় পূর্ববর্তী বক্তাদের প্রবাসীদের জন্য বিভিন্ন দাবির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়ে বিষয়গুলো সমাধানের ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশে পর্তুগালের দূতাবাস চালুর বিষয়ে সরকারের প্রতি জোরালো আবেদন জানাবেন বলে সবার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। 

এসময় পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী মেরিটাইম অ্যাফেয়ারস ইউনিটের সচিব রিয়ার এডমিরাল মো. খোরশেদ আলম (অব.), পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেন এবং আব্দুল্লাহ আল রাজী উপস্থিত ছিলেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ