ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মেসি-নেইমার-এমবাপের নৈপুণ্যে পিএসজির দুর্দান্ত জয়

মেসি-নেইমার-এমবাপের নৈপুণ্যে পিএসজির দুর্দান্ত জয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি। এমবাপে-নেইমারের জোড়ার সঙ্গে গোলের দেখা পেলেন লিওনেল মেসিও। এই ত্রয়ীর ৫ গোলে লরিয়েঁকে উড়িয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।

রোববার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লরিয়েঁর বিপক্ষে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির ফ্লিকে এমবাপে পাস বাড়ান নেইমারকে। নিচু শটে সেটি জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ২৮ মিনিটের মাথায় নিজেই গোল করেন এমবাপে।

৫৬তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। তবে গোল হজম করলেও ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন এমবাপে।

৭৩ মিনিটে গোল করে পিএসজির জয় প্রায় নিশ্চিত করেন মেসি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লরিয়েঁর জালে পঞ্চম গোলটি করেন নেইমার। ১৫ ম্যাচের মধ্যে প্রথমবারের মতো একাদশে নামা মেসি, নেইমার এবং এমবাপ্পে তিন তারকাই গোল পেলেন পিএসজির হয়ে।

লিগে ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন