অনশনরত শিক্ষার্থীদের সাথেই রাত্রিযাপন ববি উপাচার্যের


বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সুবিধাসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রশাসনিক ভবনের নিচতলায় সাতজন শিক্ষার্থী অনশন শুরু করলে তাঁদের পাশে দাঁড়ান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
রাত একটার দিকে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে অনশন ভাঙতে রাজি না হলে তিনি নিজেই শিক্ষার্থীদের পাশে মশারি টাঙিয়ে রাত কাটান। সকাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ভিসির এ উদ্যোগকে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। অনেকেই মন্তব্য করেন, এটি যেমন সহানুভূতির প্রকাশ, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিফলন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন হাসান রাকিব বলেন, 'আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের এমন একজন ভিসি আছেন, যিনি শুধু দায়িত্বশীল নন, মানবিকতারও উজ্জ্বল উদাহরণ।
অনশণরত শিক্ষার্থীদের পাশে রাত কাটিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।'
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহম্মেদ মুন্না তার ফেসবুক ওয়ালে লিখেছেন, 'একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি শিক্ষার্থীদের সাথে গ্রাউন্ড ফ্লোরে একসাথে ঘুমাচ্ছেন দাবি আদায়ের জন্য, এমন দৃশ্য বাংলাদেশে বিরল। এমন একজন উপাচার্য পেয়ে আমরা সত্যিই গর্বিত।'
শিক্ষক-শিক্ষার্থীর এ বিরল দৃশ্য এখন ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। টানা ৩৭ দিনের আন্দোলনের পরও কার্যকর উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত সাত শিক্ষার্থীকে আমরণ অনশনে বসতে হয়। আর সেই অনশনের মঞ্চেই ভিসির রাতযাপন এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে রইল।
