ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

চিরিরবন্দরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চিরিরবন্দরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক  মাদকবিরোধী অভিযানে  ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত-রাতে চিরিরবন্দর থানার এসআই শাহ্ আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রাত আড়াইটায় উপজেলার ১ নং নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর মহির মেম্বার পাড়া হতে ১ কেজি গাঁজাসহ  মো. লুৎফর রহমান (৩৩) নামে মাদক ব্যবসায়ীকে নিজ বাড়িতে হাতে নাতে আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী লুৎফর রহমান দক্ষিণ নশরতপুর মহির মেম্বার পাড়া গ্রামের মৃত মফির উদ্দিনের ছেলে।

এবং গত সোমবার (৪ এপ্রিল) চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ  মো. বজলুর রশিদের নেতৃত্বে এসআই এমদাদুল  রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ   রাত সাড়ে নয়  ঘটিকার সময় উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের ইছামতি ডাঙ্গাপাড়া গ্রামে ৪৫০ গ্রাম গাঁজাসহ মো. কামাল হোসেন (২৭) মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ির গেটের সামনে থেকে  আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেন ২ নং সাতনালা ইউনিয়নের ইছামতি ডাঙ্গাপাড়া গ্রামের মো. বরকত আলীর ছেলে।


চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান,  পুলিশ সুপার দিনাজপুরের  সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর এর তদারকিতে চিরিরবন্দর থানা পুলিশ মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। দুটি ঘটনার বিষয়ে থানায় পৃথক পৃথক দুটি মামলা রজু করা হয়েছে।

তিনি আরোও জানান, আটককৃত ২ মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে। আরো অধিকতর তদন্ত করে অন্য সহযোগীদের আইনের আওতায় আনা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ