বানিয়াচংয়ে ধর্ষণ মামলার আসামী সুব্রত দাস গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামী সুব্রত দাসকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত ৩ এপ্রিল দিবাগত রাতে ১১ ঘটিকার সময় সুব্রত দাস ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
নিয়মিত মামলা রুজু করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিকনির্দেশনায় থানার কর্মরত এসআই রাকিব হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত এক টার সময় তার নিজ বাড়ী থেকে সুব্রত দাসকে গ্রেফতার করে। আসমী নজিপুর গ্ৰামের সতিন্দ্র দাসের ছেলে সুব্রত দাস (২৩)।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমইউআর