বোরহানউদ্দিনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ


ভোলার বোরহানউদ্দিনের কৃতি সন্তান ও পুলিশ সদস্য জীবন মাহমুদ পবিত্র মাহেরমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। বুধবার (৬ই এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নস্থ বায়তুন নুর জামে মসজিদ মাঠে প্রায় ৩০ জন দুস্থ অসহায়দের মাঝে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজম, পুলিশ সদস্য লিটন চৌধুরী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মী প্রমুখ।
পুলিশ সদস্য জীবন মাহমুদ বলেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী যে সকল দুস্থ ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ করছি তারা যে পরিমাণ আয় করবে তাতে অন্তত সংসার চলে যাবে। তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হবে এবং যাদেরকে ইফতার সামগ্রী বিতরণ করেছি অন্তত কিছুদিন হলেও তারা ভালো থাকবে। আমার মানবিক কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।
জানা জায়, একই দিনে এর আগে ১০ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিনও বিতরণ করেন জীবন মাহমুদ।
এমইউআর
