৭ দফা দাবিতে দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন


শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে দৌলতখানে মানববন্ধন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার(৭এপ্রিল) বেলা পৌনে বারোটায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি(কামরুজ্জামান) দৌলতখান শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক'শ শিক্ষক অংশ নেন।
মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষক সমিতি দৌলতখান শাখার সভপতি এম এ তাহের'র নেতৃত্বে, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।
এইচকেআর
