ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর থেকে পড়ে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর থেকে পড়ে চালকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের  রামচন্দ্রপুরহাট মিয়াপাড়া ঈদগাহের কাছে একটি বালি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাক্টর চালক রায়হান(২২) গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রায়হান কে মৃত ঘোষণা করে।

নিহত রায়হান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতের রশিয়া চামা গ্রামের মো. শাহাআলমের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মৃত রাইহানের লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ