ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

ডুমুরিয়া থানায়  নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন 

ডুমুরিয়া থানায়  নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

খুলনা ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন  ও গৃহহীনের ঘর প্রদান করা হয়। গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসকল কার্যক্রম উদ্বোধন করেন। 

ডুমুরিয়া   থানা নারী ,শিশু  ,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস সেন্টারে এ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান। 

আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম,  নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম ও ডেস্কের দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ সদস্য তানিয়া খাতুন প্রমুখ। উল্লেখ্য, চর ডুমুরিয়ায় ২ শতক জমি দান করেন হাবিবুর শেখ। আছিয়া বেগম নামে এক গৃহহীনকে ওই জমির দলিল এবং ৩ লাখ টাকা ব্যয়ে  পুলিশের পক্ষ থেকে দৃষ্টিনন্দন ঘর তৈরি করে দেয়া হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ