ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা
  • ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় ইফতার মাহফিল

    ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় ইফতার মাহফিল
    মরহুম ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা আঃ জব্বার মিয়া বাড়ির কৃতি সন্তান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মহব্বতজান চৌধুরীর পিতা মরহুম রেজা এ করিম চৌধুরী (চুন্নু মিয়া) ও মাতা মরহুমা নুরজাহান বেগমের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

     
    সোমবার (১১ এপ্রিল) উপজেলার কুতুবা ইউনিয়নের আঃ জব্বার মিয়া বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । ইফতারের পূর্বে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম, তাসবীহ পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।
     
    দোয়া মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী মিয়া বাড়ির জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ নুর হোসেন নুরানি। দোয়া মোনাজাতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, এতিম এবং অসহায় মানুষ অংশ গ্রহণ করেন। এছাড়া মাগরিব বাাদ এতিম, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
     
    উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আব্দুল জব্বার মিয়া বাড়িতে ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন ভোলার একমাত্র ভাষা সৈনিক রেজা-এ-করিম চৌধুরী চুন্নু মিয়া। তিনি ১৯৭০ সালের নির্বাচনে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) নির্বাচিত হন। ছিলেন ভোলার মুক্তিযুদ্ধের প্রথম সারির সংগঠক। এছাড়া স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।
     
    সাদাসিদে এ মানুষটি বিনা বেতনে শিক্ষাকতা করেছেন বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও আব্দুল জব্বার কলেজে। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এ ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে যান ২০০৭ সালের ২ মার্চ।

    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ