ভোলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন


নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভোলায় বাংলা নববর্ষ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে চিত্রাঅংক্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
এতে নারী শিশু, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক কার্যালয় আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সহ বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক ও সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন।
এমইউআর
