ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা
  • মনপুরায় সাঁতার শিখতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

    মনপুরায় সাঁতার শিখতে গিয়ে ভাই-বোনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপজেলায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে আদর (৬) ও লিয়া (১০) নামে দুই চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।  

    নিহত লিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিজল হোসেনের মেয়ে এবং আদর একই গ্রামের মো. মন্তাজের ছেলে। 

    নিহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় সকালের খাবার শেষে সাঁতার শিখতে ঘরের পাশের পুকুরে যায় আদর ও লিয়া। তাদের মা ঘরের কাজ শেষ করে তাদের খোঁজ নেন। তবে শিশুদের পুকুরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। 

    পরে শিশুদের কোথাও দেখতে না পেয়ে পুনরায় পুকুরের পানিতে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পানির নিচ থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত শিশুদের মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ