ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

পাথরঘাটায় গাড়ির চাপায় চালক নিহত

পাথরঘাটায় গাড়ির চাপায় চালক নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় টমটম দূর্ঘটনায় চালক মো. মাহবুবুর রহমানের (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুবের বাড়ি পাথরঘাটা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে। 

টমটম হেলপার ইব্রাহিম হোসেন বলেন, কাকচিড়ার একটি ইট ভাটা থেকে নাচনাপাড়া ইউনিয়নের সোনারবাংলা নামক স্থানে ইট নিয়ে যাওয়ার জন্য পাথরঘাটা থেকে রওয়ানা হই। ইটভাটার কাছাকাাছি বাইনচটকী এলাকায় যাওয়ার পথে হঠাৎ গাড়ি উল্টে যায়। মুহুর্তের মধ্যে আমি রাস্তার বাইরে পরে যাই। কিছুক্ষণ পর ওস্তাদকে (চালক) খুজে না পাওয়ায় স্থানীয়রা এসে টমটমের নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, বাইনচটকী যাওয়ার পর গাড়িলোড করার ফাঁকে দুপুরের খাবার পাওয়ার কথা ছিল দুজনেরই। কিন্তু আর ভাত খাওয়া হলোনা তার। পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তে পাঠানো হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন