বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়: বাহাউদ্দিন নাছিম


বিএনপি জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তারা জাতীয় সরকার করতে চায়। জাতীয় সরকার আর নিরপেক্ষ সরকার নিয়ে নিজেরা নিজেরা মারামারি, ধরাধরি করছে। এক দল বলে নিরপেক্ষ সরকার আরেক দল বলে জাতীয় সরকার। তারা কিন্তু নির্বাচনের কথা বলেন না, জনগণের কথা বলে না। নির্বাচনে আসতে ভয় পায়। নির্বাচন বিশ্বাস করে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো নির্বাচন না করা। তারা জনগণকে ভয় পায়। যারা বাংলাদেশর বিপক্ষে ষড়যন্ত্র করবে, দেশের বিরুদ্ধে রাজনীতি করবে, সাম্প্রদায়িক উত্থান ঘটাতে চাইবে, অপরাজনীতি করবে তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ তাদের সুযোগ দেবে না। কারণ বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে।
ভোলা জেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার শহরের বাংলাস্কুল মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভা শুরু হয়। সদস্য ফরম বিতরণের উদ্বোধন করেন তিনি।
বর্ধিত সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেস্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি ভোলা জেলা আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োজনে সম্মেলনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় সদস্য মো. গোলাম কবির রাব্বানী চিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম। সভায় জেলার সাত উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। সভাশেষে জেলা আওয়ামী লীগের নেতারা তাদের সদস্য ফরম কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে নবায়ন করেন। এছাড়া উপজেলা সভাপতি ও সম্পাদকদের কাছে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য ফরম সরবরাহ করা হয়।
এসএম
