ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • ২০ এপ্রিল: ইতিহাসের এই দিনে

    ২০ এপ্রিল: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার, ২০ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ। ৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল।গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১০তম (অধিবর্ষে ১১১তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৫ দিন বাকি রয়েছে।

    ঘটনাবলী
    ১৫২৬ - পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।
    ১৭৭০ - ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন।
    ১৭৭০ - আজকের এই দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন।
    ১৮৮৯ - ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।
    ১৯০২ - কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়।
    ১৯১৯ - মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত।
    ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ।
    ১৯৪৫ - ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ।
    ১৯৪৬ - সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়।
    ১৯৫৯ - নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।
    ১৯৬৪ - লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ।
    ১৯৭২ - যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল।
    ১৯৭৬ - জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।
    ১৯৮৬ - শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন । দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন।
    ১৯৯৮ - ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত।
    ২০১২ - পাকিস্তানের ইসলামাবাদের কাছে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর-এর সন্নিকটে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জন নিহত হয়।
    ২০১৩ - চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।

    জন্ম
    ১৪৯২ - পিয়েট্রো আরেটিনো, তিনি ছিলেন ইতালীয় লেখক, নাট্যকার ও কবি।
    ১৭৬৮ - জোশুয়া মার্শম্যান ব্রিটিশ ভারতের বঙ্গে খ্রিষ্টান ধর্মপ্রচারক।(মৃ.০৬/১২/১৮৩৭)
    ১৮০৮ - তৃতীয় নেপোলিয়ন, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
    ১৮৪৪ - বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়।(মৃ.১৮৯৮)
    ১৮৮৯ - আডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর। (মৃ. ৩০/০৪/১৯৪৫)
    ১৮৯৩ - জোয়ান মিরো, একজন কাতালান স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর্যশিল্পী এবং সিরামিকান ছিলেন। (মৃ. ১৯৮৩)
    ১৮৯৩ - হ্যারল্ড লয়েড, তিনি ছিলেন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা ও প্রযোজক।
    ১৯০৫ - অগ্নিযুগের বিপ্লবী,সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদার। (মৃ.১৯৮৩)[১]
    ১৯০৭ - মিরন বক্স, পাকিস্তানি ক্রিকেটার। (মৃ. ১৯৯১)
    ১৯১৮ - শওকত আলী, বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা।
    ১৯১৮ - কাই মানে বোরিয়ে জিগবান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
    ১৯২০ - যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী। (মৃ. ০৫/০২/২০১৪)
    ১৯২৪ - নিনা ফাশ, ওলন্দাজ মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০০৮)
    ১৯২৭ - কার্ল আলেকজান্ডার মুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস পদার্থবিদ ও শিক্ষাবিদ।
    ১৯৩৭ - জর্জ টাকেই, তিনি মার্কিন অভিনেতা।
    ১৯৩৯ - গ্রো হারলেম ব্রুন্ডটল্যান্ড, তিনি নরওয়েজিয়ান চিকিৎসক, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।
    ১৯৪১ - রায়ান ওনিল, মার্কিন অভিনেতা ও সাবেক মুষ্টিযোদ্ধা।
    ১৯৪৫ - থিন সিন, মায়ানমার রাজনীতিবিদ ও সাবেক সামরিক কমান্ডার।
    ১৯৪৯ - জেসিকা ল্যাং, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী।
    ১৯৪৯ - মাসিমো দালেমা, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
    ১৯৬৪ - অ্যান্ডি সার্কিস, ইংরেজ অভিনেতা এবং পরিচালক।
    ১৯৬৬ - ডেভিড ফিলো, তিনি মার্কিন ব্যবসায়ী এবং ইয়াহু! এর অন্যতম প্রতিষ্ঠাতা!
    ১৯৭২ - কারমেন ইলেকট্রা, তিনি মার্কিন মডেল ও অভিনেত্রী।
    ১৯৭২ - যেলজক জক্সিমভিক, তিনি সার্বীয় গায়ক, গীতিকার ও প্রযোজক।
    ১৯৮৩ - মিরান্ডা মে কের, তিনি অস্ট্রেলিয়ান মডেল।

    মৃত্যু
    ১৮৭৯ - ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন ।(জ.১৮১৭)
    ১৯১২ - আব্রাহাম ব্রাম স্টোকার, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক ও ড্রাকুলারে স্রষ্টা।
    ১৯১৮ - কার্ল ফার্দিনান্দ ব্রাউন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ।
    ১৯৩২ - গিউসেপে পেয়ানো, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।
    ১৯৫২ - সুধীরলাল চক্রবর্তী, বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ ও সুগায়ক।[২]
    ১৯৬০ - পান্নালাল ঘোষ ভারতের বাঙালি বংশীবাদক ও সুরকার।(জ.২৪/০৭/১৯১১)
    ১৯৯১ - ডোনাল্ড সিজেল, তিনি ছিলেন মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
    ১৯৯২ - বেনি হিল, তিনি ছিলেন ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।
    ১৯৯৩ - কান্টিনফ্লাস, তিনি ছিলেন মেক্সিক্যান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ২০০৩ - বার্ণার্ড কাটজ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
    ২০১১ - জেরার্ড স্মিথ, মার্কিন গিটারবাদক।
    ২০১৯ - অমর পাল,ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক।(জ.১৯/০৫/১৯২২)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ