মনপুরায় খেলতে গিয়ে পুকুরের ডুবে শিশুর মৃত্যু


ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়। পরে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করেন। পুকুরে ডুবে মৃত শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ জাকিরের মেয়ে শিশু মিম (৩)।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামে জাকিরের পুকুরে এই ঘটনা ঘটে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, পুকুরের পানিতে ডুবে মৃত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।
এমইউআর
