আমতলীর ইমাম ও হাফেজরা পেলেন নগদ অর্থ
.jpg)
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা তার ব্যাক্তিগত তহবিল থেকে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক সংকটে থাকা ইউনিয়নের ১০২টি জামে মসজিদের ইমাম ৭০ জন পবিত্র কোরআনের হাফেজকে ১ লাখ ৭২ হাজার টাকা বিতরন করেছেন।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে নগদ অর্থ বিতরন করা হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, ইমাম ও পবিত্র কোর আনেরহাফেজরা মানুষকে আলোর পথ দেখায়। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সকল মানুষের জন্য দোয়ায় আহবান জানান তিনি।
অর্থবিতরন অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির , সাবেক ইউপি সদস্য মজনু মৃধা , আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ঈমাম ও হাফেজরা উপস্থিত ছিলেন।
এমইউআর