আমতলীতে হারভেস্টার মেশিন ও কৃষকের মধ্যে সারবীজ বিতরণ

আমতলীতে খরিপ মৌসুমে উফশী আউশ ফসল বৃদ্ধির লক্ষ্যে ৩৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরকারী প্রনোদনার ১লক্ষ ৩৩ হাজার কেজি সারবীজ ও ৩ কোটি টাকা মূল্যের ১০টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মাঠে কৃষি অধিদপ্তর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া ও চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে আনুষ্ঠানিক ভাবে হারভেষ্টার মেশিনের চাবি ও সারবীজ তুলে দেন। পরে এমপি পৌরসভার কালী বাড়ী এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়নের তৃতীয় ধাপের নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।
এইচকেআর