আমতলী পৌরসভায় ৪৬২১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
-1_May.jpg)
বরগুনার আমতলীতে রবিবার সকালে পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৪৬২১ টি পরিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ। আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
চাল বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, সামসুল হক চৌকিদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, আবুল বাশার রুমি, নারী কাউন্সিলর ফরিদা বেগম, লিপি বেগম, মাকসুদা বেগমসহ স্থানীয় সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আমতলী উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদে এবছর ১৭৪১০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ এর চাল বিতরন করা হয়। এর মধ্যে আমতলী সদর ইউনিয়নে ১৯১৭টি পরিবার, আরপাঙ্গাশিয়া ১১৮০টি পরিবার, হলদিয়া ইউনিয়নে ২৩৫৫টি পরিবার, চাওরা ১৬৫০টি পরিবার, কুকুয়া ইউনিয়নে ১৯০৫টি পরিবার, গুলিশাখালী ইউনিয়নে ২২৫৫টি পরিবার ও আঠারগাছিয়া ইউনিয়নে ১৮৫৮টি পরিবার।
এসএমএইচ