বামনায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বরগুনার বামনায় কালাইয়া গ্রামের সামসুল হকের পুত্র কৃষক মো. আব্দুল সালাম(৩৫) বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় কালাইয়া গ্রামের মো. শাহজাহানের আখ খেতে বেশ কয়েক দিন ধরে বিদ্যুৎতের মাধ্যমে ইদুঁর মারার ফাঁদ পাতেন এবং এলাকাবাসীকে মাইকিং করে বিষয়টি অবহিত করেন।
সোমবার কৃষক মো. আব্দুল সালাম আখ খেত দিয়ে নিজের বীজ তলায় বীজ তুলতে যাওয়ার সময় ঐ ফাঁদ পাতা ইদুঁরে ফাঁদে বিদ্যুৎস্পষ্ট ঘটনা স্থলে মারা যান। এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল হোসেন শরীফ জানান লাশ মনাতদন্তের জন্য বরগুনা মরর্গে প্রেরন করা হয়েছে।
এইচকেআর