ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

সেতু ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

সেতু ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলীতে সোবাহানপাড়া-আগাপাড়া খালে ২০ বছর আগে নির্মিত সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের মানুষ। 

সোমবার রাতে হঠাৎ সেতুটি খালে ভেঙে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সোবাহানপাড়া-আগাপাড়া খালের ওপর সেতুটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়। নির্মাণর পাঁচ বছর পর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর দীর্ঘ দিনেও কোনো সংস্কার না করায় লোহার এঙ্গেলগুলো নষ্ট হয়ে যায়। 

এ সেতু দিয়ে তালতলী সদর বাজারসহ জেলা শহরে ওই এলাকার ১০ গ্রামের প্রায় ১২ হাজার গ্রামবাসী চলাচল করেন। একই সঙ্গে সোবাহানপাড়া মাদ্রাসা, আগাপাড়া মাধ্যমিক বিদ্যালয়সহ তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে।

সেতুটি ভেঙে যাওয়ায় জনসাধারণ ও স্কুলশিক্ষর্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। 

আগাপাড় মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছি। আর এখন তো স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করার দাবি জানায় তারা। 

সোবাহানপাড়া মাদ্রাসার সুপার মাওলানা আবদুল কাবির বলেন, রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। সেতুটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন এই এলাকার সঙ্গে তালতলীর যোগাযোগ বিছিন্ন রয়েছে। দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা দরকার।

তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, সেতু ভেঙে খালে পড়ার খবর পেয়েছি। আমি সরেজমিন গিয়ে পরিদর্শন করে বিস্তারিত জানাব।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সাদিক তানভীর বলেন, আগাপাড়া এলাকায় একটি পুরাতন সেতু টেন্ডারে বিক্রি করে নতুন করে নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। তবে ভেঙে পড়া সেতুটি সেটা কিনা খোঁজখরব নিয়ে দেখছি।  দ্রুত মানুষ চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন