ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

পাথরঘাটায় ৫ কেজি গাঁজাসহ আটক ১

পাথরঘাটায় ৫ কেজি গাঁজাসহ আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটা থেকে ৫ কেজি গাঁজাসহ নাসির উদ্দিন (২৭) নামের এক জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন বরগুনা সদর উপজেলার গাজী মাহমুদ এলাকার মো. পনু হাওলাদারের ছেলে। 

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে  পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকনের বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে হাতে নাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।  তিনি আরো জানান, ঢাকা থেকে এই মাদক বরিশাল এক্সপ্রেস পরিবহনে পাথরঘাটায় আসে। এর সাথে আরো কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখছেন থানা পুলিশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন