ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

জনগণের উদ্দেশ্যে জেলেনস্কি বক্তৃতা

জনগণের উদ্দেশ্যে জেলেনস্কি বক্তৃতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে শুরু হওয়া যুদ্ধ কত সময় স্থায়ী হবে তা কেউ জানেন না। শুক্রবার রাতে জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি আরও বলেন, রুশ সেনাদের বিতাড়িত করতে তার দেশের সেনারা সবকিছু করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের সেনাদের ওপর নির্ভর করছে না। আমাদের সেনারা তাদের সর্বোচ্চটাই দিচ্ছেন।

জেলেনস্কি আরও বলেন, যুদ্ধ সমাপ্ত হওয়ার বিষয়টি আমাদের অংশীদার, ইউরোপীয় দেশ এবং বিশ্বের সমগ্র স্বাধীন দেশের ওপর নির্ভর করবে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণ এবং ইউক্রেনে যারা অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর আড়াই  মাসের বেশি সময় গড়িয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন