ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

দুটি ফেরি বিকল, ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রাকের দীর্ঘ সারি

দুটি ফেরি বিকল, ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রাকের দীর্ঘ সারি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি কলমীলতা ও কৃষানি বিকল থাকায় দুই পাড়ে দীর্ঘ ট্রাকের জট তৈরি হয়েছে। 

রোববার সকাল থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরীহাট ঘাটে প্রায় দেড় কিলোমিটার সড়কে মালবাহী ট্রাক অপেক্ষমাণ দেখা যায়। একই অবস্থা ভোলার ইলিশা সড়কে। 

এদিকে ভোলার স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি কলমীলতা ও কৃষানি বিকল থাকায় উৎপাদিত কৃষিপণ্য ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। এগুলো ট্রাকে করে বহন করার সময় ফেরির অভাবে ভোলা ঘাটে কৃষিপণ্যগুলো নষ্ট হচ্ছে। 

ফেরির ম্যানেজার পারভেজ কান জানান, ফেরি কলমিলতার ইঞ্জিনের ব্লক ফেটে গেছে। এটি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। অপরদিকে ফেরি কিষানি ইঞ্জিনেও সমস্যা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন