ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ভোলায় খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর খাল থেকে শিশু মো. মমিনের (৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মমিন সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মধ্য ভেদুরিয়া গ্রামের মো. ফারুকের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

ধারনা করা হচ্ছে, মমিন গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল। ভোলা ফায়ার সর্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ওই খাল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহতের পরিবারের আপত্তি না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন