গণপিটুনিতে মারা গেছেন শ্রীলঙ্কার সেই এমপি


শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে গত সোমবার মারা গিয়েছিলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা। প্রথম বলা হয়েছিল, এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যার পর নিজের মাথায় গুলি চালিয়ে ‘আত্মহত্যা’ করেছেন শ্রীলঙ্কার ওই এমপি।
দেশটির পুলিশ সে সময় জানিয়েছিল, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা সোমবার (৯ মে) কলম্বোতে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন তিনি। এতে ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। এ সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলেন। পরে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে ‘আত্মহত্যা’ করেন ওই সংসদ সদস্য।
তবে এখন অমরাকীর্থি আথুকোরালার ময়নাতদন্তে বেরিয়ে এসেছে, ব্যাপক পিটুনির শিকার হওয়ায় শরীরের কয়েক জায়গায় গুরুতর জখম হয়েছিল তাঁর। সেসব জায়গা থেকে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় এ সংসদ সদস্যের।
অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় সরকার পতনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছিল। ৯ মে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আনা হয়। তারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোয় দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এবং প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যায়। এরপর দুই দিনের সহিংসতায় দেশটিতে নয়জন নিহত হন। সংঘর্ষে আহত হন আরও তিনশ জনের মতো।
দুই পক্ষের সংঘর্ষ-উত্তেজনার মধ্যে রাজধানী কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় গাড়ি নিয়ে বিক্ষোভকারীদের সামনে পড়েন সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা। এ সময় বিক্ষোভকারীরা তাঁর গাড়ির গতি রোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে দুজন আহত হন। তাদের একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থলের কিছু দূরে তাঁর লাশ পাওয়া যায়। সে সময় পুলিশ বলেছিল, সংঘর্ষের একপর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। সেখানে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মধ্যে পড়ে নিজের পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে আত্মহত্যা করেন তিনি।
এএজে
