ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পুতিন গুরুতর অসুস্থ

পুতিন গুরুতর অসুস্থ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’ বলে দাবি করেছেন সাবেক এক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলি। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার তথাকথিক হস্তক্ষেপ নিয়েও নথি লিখেছিলেন এই গোয়েন্দা কর্মকর্তা।

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিলি বলেন, এটি নিশ্চিত না তার (পুতিন) আসলে কী রোগ হয়েছে। রোগটা কী আরোগ্য যোগ্য বা গুরুতর বা অন্য কিছু? তবে আমি নিশ্চিতভাবেই মনে করি, এটা তেমন সমীকরণেরই অংশ।

সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, রাশিয়া ও অন্যান্য সূত্র থেকে যা শুনছি বা জানতে পারছি তাতে এটা নিশ্চিত যে পুতিন বেশ ভালো মতোই অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে গত সপ্তাহে বিজয় দিবসসহ রাশিয়ার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে পুতিনের উপস্থিতির ধরণ তার অসুস্থতার জল্পনায় আরও জোর হাওয়া লাগিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে পুতিনকে অত্যন্ত দুর্বল দেখা যায় এবং সবুজ কাপড়ে ঢেকে রাখা তার হাঁটু অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। মস্কোর রেড স্কয়ারে বসে তিনি যখন সামরিক কুচকাওয়াজ উপভোগ করছিলেন, তখন এ দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে পুতিনের অসুস্থতার গুঞ্জনের ভেতরেই তার একজন ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের একটি অডিও ভাইরাল হয়েছে। যেখানে ওই ধনকুবেরকে বলতে শোনা যায়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পুতিন গুরুতর অসুস্থ।

মার্কিন ম্যাগাজিন নিউজ লাইনস তাদের এক প্রতিবেদনে জানায়, ভাইরাল হওয়া সেই অডিওতে এক পশ্চিমা ব্যবসায়ীর কাছে রুশ ধনকুবের বলেন, ইউক্রেনে অভিযান শুরুর আগে পুতিন ব্লাড ক্যান্সারের একটি অপারেশন করিয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন