ক্যালিফোর্নিয়ার চার্চে বহু হতাহতের শঙ্কা


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। এই হামলার ঘটনায় একজনকে আটক করেছে প্রশাসন।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রোববার (১৫ মে) ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে লেগুনা উডস শহরে জেনেভা প্রেসবিটেরিয়ান চার্চে আক্রমণ করে এক বন্দুকধারী। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই চার্চে কয়েকজনকে গুলি করা হয়েছে। সেখান থেকে একজন বন্দুকধারীকে আটক এবং একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে।
এমইউআর
