বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শ্রীলঙ্কার কারফিউ প্রত্যাহার


বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ দেশব্যাপী জারি করা কারফিউ তুলে নিয়েছে। তবে দেশটিতে এবার অর্থনৈতিক সংকট থাকায় খুব জমকালো উদযাপন হচ্ছে না।
রোববার শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ‘ভেসাক’ বা বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকার দুই দিনের ছুটি ঘোষণা করে। একই সঙ্গে পুরো দিনের জন্য কারফিউ তুলে নেওয়ার কথা জানানো হয়। তবে কারফিউ আবার কবে শুরু হবে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। সরকারি ছুটি ঘোষণা করা হলেও অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ।
দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের অর্থনৈতিক পরিস্থিতি ও অন্যান্য সমস্যা বিবেচনায় এ বছর সরকারি আয়োজনে কুরাগালা বৌদ্ধমন্দিরে অনুষ্ঠান করা হচ্ছে না। তবে বৌদ্ধরা নিজেদের আয়োজন চালিয়ে যেতে পারেন।
এমইউআর
