রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমতলীতে


অনুসন্ধানী সাংবাদিকতার প্রতী ক সাংবাদিক রোজিনা ইসলামের উপর বর্বরোচিত হামলা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়েছে আমতলী সাংবাদিক ক্লাব।
অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং দোষিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন,আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. কবির দেওয়ান,সাধারন সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক মতবাদ প্রতিনিধি, মো. আবু সাইদ খোকন, শাহ্ মুহাম্মদ সুমন রশিদ সহ- সভাপতি (দৈনিক আমাদের কন্ঠ) মোঃ তোফাজ্জেল হোসেন তপু সহ- সভাপতি (দৈনিক বরিশাল সময়), নিয়াজ মোর্শেদ ইমন সহ- সভাপতি (দৈনিক বাংলাদেশ বাণী) মোঃ সজীব আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক (এশিয়ান টিভি), মোঃ আবু সালেহ অর্থ সম্পাদক (দৈনিক দেশের কন্ঠ), এ্যাড. রেজাউল করিম রেজা আইন বিষয়ক সম্পাদক (দৈনিক বরিশাল সমাচার), মোঃ আসাদুজ্জামান (জামাল), দপ্তর সম্পাদক (নিউজ বাংলা টিভি), মোঃ নাঈম বিল্লাহ আইসিটি বিষয়ক সম্পাদক (দৈনিক গণকন্ঠ), মোঃ মামুনুর রশিদ রাতুল- ক্রীড়া, সাংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক (দৈনিক এশিয়া বাণী), মোঃ মহিউদ্দিন নান্নু লাইব্রেরী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (দক্ষিণের কাগজ), কার্যকরী সদস্য এ্যাড. মোঃ বাকের খান (দৈনিক সকালের খবর) মোঃমিজানুর রহমান মিজান (বরিশাল সংবাদ ) মো. আমিরুল ইসলাম সুমন (সকালের খবর), মোঃ আবদুর রহমান কার্যকরী সদস্য (ভোরের কন্ঠ.কম) মো. ওমর ফারুক দৈনিক ডাক)।
এমবি
