ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শিশুদের অপুষ্টি বিপর্যয়কর শঙ্কা

শিশুদের অপুষ্টি বিপর্যয়কর শঙ্কা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও বর্তমান করোনা মহামারির কারণে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার ব্যয় ১৬ শতাংশ পর্যন্ত বাড়ার পর্যায়ে রয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। খবর এনডিটিভি'র।

সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ ও মহামারির কারণে বিশ্বে খ্যাদ্যের সংকট দেখা দিতে শুরু করেছে। এতে রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রস্তুতকৃত খাবারের উপাদানের দামেরও বৃদ্ধি ঘটেছে। আগামী ছয় মাসের মধ্যে আরও তহবিল জোগানো না গেলে ৬ লাখেরও বেশি শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে।

জলবায়ু পরিবর্তন সহ খাদ্য নিরাপত্তার ওপর বিস্তৃত চাপের পাশাপাশি মূল্যবৃদ্ধি মারাত্মক অপুষ্টিকে ‘বিপর্যয়কর’ মাত্রার দিকে নিয়ে যেতে পারে বলে এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করেছে।

এ বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। তবে এর আগেই সংঘাত, জলবায়ুজনিত অভিঘাত ও কোভিড-১৯ পরিস্থিতি পরিবারগুলোকে তাদের সন্তানদের খাদ্য জোগানের মূলে আঘাত করেছে। বিশ্ব দ্রুত প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু এবং কৃশকায় শিশুদের একটি ভার্চুয়াল টিন্ডারবক্সে পরিণত হচ্ছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন