ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

তালেবানের অগচরে মেয়েদের গোপন স্কুল

তালেবানের অগচরে মেয়েদের গোপন স্কুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর হাইস্কুলে মেয়েদের যাওয়া বন্ধ রেখেছে। এরপর তালেবান নেতারা আশ্বস্ত করছেন উপযুক্ত ইসলামি পরিবেশ নিশ্চিত করলেই মেয়েদের তারা স্কুলে যেতে দেবেন। তবে আফগানরা ভরসা হারিয়ে ফেলছে। এছাড়া নারী শিক্ষা নিয়ে তালেবানের ভেতরেও মতভেদ তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে কাবুলসহ অন্যান্য শহরে তালেবানের আগচরে গোপনে মেয়েদের স্কুল গজিয়ে উঠছে, এবং ঝুঁকি নিয়ে অনেক মেয়ে সেসব স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষকরা মেয়েদের পড়াচ্ছেন।

এ বিষয়ে সেখানকার এক শিক্ষক বলেন, আমরা তালেবানে হুমকি সম্বন্ধে জানি এবং আমরা সেগুলি নিয়ে চিন্তিত, তবে মেয়েদের শিক্ষা যেকোন কিছুর থেকেও মূল্য।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন