ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমছে


অবশেষে স্বস্তির এক খবর দিয়ে ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমার ঘোষণা এলো। দেশটিতে পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার ফলে পেট্রোলের দাম কমছে লিটারপ্রতি সাড়ে ৯ টাকা ও ডিজেলের লিটারপ্রতি ৭ টাকা। নতুন নির্ধারিত দাম শনিবার (২১ মে) মধ্যরাত থেকে কার্যকর হবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক টুইট বার্তায় জানিয়েছেন, কেন্দ্রীয় এক্সাইস ডিউটি পেট্রোলের ক্ষেত্রে কমানো হচ্ছে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা। তাই পেট্রোলের দাম কমবে লিটারপ্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম কমবে লিটারে ৭ টাকা করে। বছরে কোষাগার থেকে ১ লাখ কোটি টাকা কেন্দ্র।
গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় কোষাগার থেকে বছরে অতিরিক্ত ৬১০০ কোটি টাকা খরচ হবে।
এমইউআর
