ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কানাডায় ঝড়ে তাণ্ডবে নিহত ৫

কানাডায় ঝড়ে তাণ্ডবে নিহত ৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কানাডার পূর্বাঞ্চলের দুটি রাজ্য অন্টারিও ও কুইবেকে প্রবল ঝড়ের তাণ্ডবে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের কবলে দুটি রাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অন্তত ৯ লাখ বাড়ি।

অন্টারিও পুলিশ টুইটারে জানিয়েছে, যে গ্রীষ্মের শক্তিশালী বজ্রঝড়ের কারণে ৩ জন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে মারা গেছেন আরও একজন।

অন্যদিকে অটোয়াতেও একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে সেখানকার স্থানীয় পুলিশ নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

ঝড়ের পরে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ঝড়ের কারণে শনিবার রাত থেকে দুটি রাজ্যের অন্তত ৯ লাখ বাড়িতে বিদ্যুৎ নেই।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন