ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কাদের বিরুদ্ধে প্রতিশোধের হুংকার দিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি?

কাদের বিরুদ্ধে প্রতিশোধের হুংকার দিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি?
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রবিবার রেভল্যুশনারি গার্ডের কর্নেল হাসান সৈয়দ খোদাইকে তার তেহরানের বাড়িতেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য বিদেশি শত্রুদের (ইসরায়েল ও আমেরিকা) দুষছে ইরান।

সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে তার দেশ।

রাইসি বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি তাদের বিরুদ্ধে (খুনিদের) নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এবং কোনও সন্দেহ ছাড়াই বলতেই চাই এই মহান শহীদের রক্ত বৃথা যাবে না, প্রতিশোধ নেওয়া হবে।’

ওমান সফরে যাওয়ার আগে রাইসি সংক্ষেপে আরও বলেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে বৈশ্বিক হাত আছে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন