ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সত্যিই কী গ্রেপ্তার হতে পারেন ইমরান খান?

সত্যিই কী গ্রেপ্তার হতে পারেন ইমরান খান?
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ নিয়ে আগাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে সরকার এই লংমার্চ রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি বিশেষ সূত্রের বরাতে জানিয়েছে, প্রয়োজনে ইমরান খানকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার।

জানা গেছে সরকারের আপত্তি সত্ত্বেও পেশোয়ার থেকে লংমার্চ নিয়ে সামনে আগাচ্ছেন ইমরান ও তার সহেযোগীরা। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ইসলামাবাদে আসছে।


পিটিআই’র লংমার্চ ঠেকাতে এরইমধ্যে লাহোর ও করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও ১৪৪ ধারা বহাল আছে। এছাড়াও বিভিন্ন রাজধানী অভিমুখী রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। 

ইসলামাবাদের রেড জোন ঘোষিত এলাকার নিরাপত্তার জন্য সেনাবাহিনীও নামানো হয়েছে।

লাহোরে এখন পর্যন্ত ১৬২ পিটিআই কর্মীকে আটক করা হয়েছে। আরও অনেক জায়গায় ধরপাকড় চলছে। 

ইমরান ও তার দলের নেতারা জানিয়েছেন সব বাধা অতিক্রম করে তারা ইসলামাবাদে যাবেন এবং সেখানে ধর্নায় বসবেন। নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত চলবে তাদের এই গণঅবস্থান।

সূত্র: জিও টিভি


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন