ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

৪৫টি দরিদ্র দেশে বিনা মুনাফায় ওষুধ দেবে ফাইজার

৪৫টি দরিদ্র দেশে বিনা মুনাফায় ওষুধ দেবে ফাইজার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্বের দরিদ্রতম ৪৫টি দেশে বিনা মুনাফায় ওষুধ সরবরাহ করবে ফাইজার। কভিড চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলভিড, স্তন ক্যান্সারের বহুল বিক্রিত ওষুধ আইব্র্যান্সসহ প্রতিষ্ঠানটির পেটেন্ট করা সব ওষুধ অলাভজনক দামে বিক্রি করা হবে। বুধবার এ তথ্য জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

ফাইজার জানিয়েছে, সংক্রামক রোগ, নির্দিষ্ট ধরনের ক্যান্সার এবং বিরল এবং প্রদাহজনিত রোগের চিকিৎসায় ২৩টি সম্পূর্ণ মালিকানাধীন, পেটেন্ট করা ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। 

প্যাক্সলভিড ও আইব্র্যান্স ছাড়াও এই তালিকায় রয়েছে নিউমোনিয়ার টিকা প্রেভনার ১৩, রিউমেটয়েড আথ্রাইটিসের ওষুধ জেলজানজ এবং ক্যান্সারের চিকিৎসার জন্য জালকরি ও ইনলিটার মতো গুরুত্বপূর্ণ ওষুধ। পাশাপাশি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে তৈরি কভিড-১৯-এর টিকাও সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া নতুন কোনো ওষুধ বা টিকা বাজারে ছাড়া হলে সেগুলোও এই তালিকায় যুক্ত হবে।


প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা এক সাক্ষাৎকারে জানান, যে ওষুধগুলো দরিদ্র দেশগুলোতে দেয়া হবে সেগুলো তাদের কাজে লাগবে। তিনি বলেন, স্পষ্টতই, ভাইরাসবিরোধী ওষুধটি (প্যাক্সলভিড) তাদের জন্য একটি বড় প্রাপ্তি হতে যাচ্ছে। এটা যদি তাদের দরকার হয়, তারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন।

এ দেশগুলোতে চিকিৎসা পরিষেবা সহজলভ্য নয়। বিল অ্যান্ড মেলিন্ড গেটস ফাউন্ডেশনের মতে, নতুন কোনো চিকিৎসা উদ্ভাবিত হলে তা স্বল্প আয়ের দেশগুলোতে পৌঁছাতে চার থেকে সাত বছর লেগে যায়। সব ধরনের চিকিৎসা এসব দেশে সহজলভ্যও নয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন