ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পুতিন-জেলেনস্কিকে সরাসরি আলোচনার আহ্বান

পুতিন-জেলেনস্কিকে সরাসরি আলোচনার আহ্বান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পুতিন-জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আলোচনার মাধ্যমে ইউক্রেইন যুদ্ধ থামানোর চেষ্টা করছে ফ্রান্স ও জার্মানি। দুই দেশের নেতা শনিবার সকালে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে ৮০ মিনিট ধরে কথা বলেছেন।

আলোচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ‘এখনই যুদ্ধবিরতি এবং রাশিয়ার সেনাদের প্রত্যাহার করে নেয়ার উপর জোর দেন’।

জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, দুই ইইউ নেতা পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি গুরুতর আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধ থামানোর একটি পথ খুঁজে বের করার’ অনুরোধও করেছেন।

তবে ফ্রান্স বা জার্মানি যতই কূটনৈতিক পথে যুদ্ধ অবসানের পথ খোঁজার কথা বলুক, ইউক্রেইন বা রাশিয়া এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। বরং আলোচনায় পুতিন দুই নেতাকে সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনকে অস্ত্রের যোগান দেয়ার পরিনতি ‘বিপজ্জনক’ হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন