ব্রাজিলে ভারি বর্ষণে বন্যায় ৩৫ জনের মৃত্যু


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আটলান্টিক মহাসাগরের উপকূলীয় দুটি শহরে এ বন্যায় স্থানীয় সময় শুক্র ও শনিবার এ প্রাণহানির ঘটনা ঘটে।
রোববার কানাডার গ্লোবাল নিউজ এ খবর জানিয়েছে।
গত পাঁচ মাসের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে এটা চতুর্থ বন্যার ঘটনা। প্রবল বর্ষণের কারণে পারনেমবুকো প্রদেশের অনেক স্থানে ভূমিধস দেখা দেয়।
এমইউআর

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন