ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মোদির প্রতি সমর্থন রয়েছে ৬৭ শতাংশ ভারতীয়র

মোদির প্রতি সমর্থন রয়েছে ৬৭ শতাংশ ভারতীয়র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতজুড়ে নিত্যপণ্যের দাম ও বেকারত্ব দ্রুত বাড়ছে। দেশটিতে এ নিয়ে জনমনে উদ্বেগ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বেড়েছে। এমনকি করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোদির প্রতি ভারতবাসীর সমর্থন সবচেয়ে বেশি রয়েছে। আজ সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

লোকালসার্কেলসের জরিপে বলা হয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী মোদির প্রতি ৬৭ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। গত বছরের একই সময়ে তাঁর প্রতি দেশটির ৫১ শতাংশ মানুষের সমর্থন ছিল। ওই সময় ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছিল। হাসপাতালগুলোয় অক্সিজেনের জন্য চলছিল হাহাকার। শ্মশানগুলোয় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাহ করার জন্য লেগেছিল লম্বা লাইন।

অন্যদিকে ২০২০ সালের মাঝামাঝি সময়ে যখন ভারতে করোনা মহামারি ছড়িয়ে পড়তে শুরু করে, তখন মোদির প্রতি ৬২ শতাংশ মানুষের সমর্থন ছিল। সেই হিসাবে দুবার করোনার ধাক্কা সামলানোর পরও প্রধানমন্ত্র্রী মোদির ওপর ভারতবাসীর আস্থা ও সমর্থন বেড়েছে।

সর্বশেষ জরিপে ৬৪ হাজার মানুষ অংশ নিয়েছে। ভারতে চলতি বছরের শুরুতে ৭ শতাংশ মানুষ ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন ছিল। সর্বশেষ জরিপের তথ্য বলছে, এখন ৪৭ শতাংশ মানুষ মনে করছে বেকারত্বের বিষয়টি নিয়ে মোদি সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে বেকারত্ব বাড়ার পরও মোদি সরকারের প্রতি সন্তুষ্টির কথা জানিয়েছে ৩৭ শতাংশ মানুষ। গত বছর এ হার ছিল ২৭ শতাংশ।

ভারতে বর্তমানে মূল্যস্ফীতি আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে সরকারের ক্রমাগত সমালোচনা করছে বিরোধীরা। এ পরিস্থিতিতে ৭৩ শতাংশ ভারতীয় মনে করছেন, গত তিন বছরে জ্বালানি, গম, চিনিসহ নিত্যপণ্যের দাম কমেনি। তাঁদের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়েছে। ২০২৪ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে লড়বেন নরেন্দ্র মোদি। এর আগে জনগণের এমন মনোভাব তাঁর সামনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


কংগ্রেসের নেতৃত্ব গান্ধী পরিবারের হাতেই থাকছে সর্বশেষ জরিপে আরও দেখা গেছে, ৫০ শতাংশের বেশি মানুষ মনে করছেন, ভারতে ব্যবসা করার সুযোগ আগের তুলনায় সহজ হয়েছে। ৭৩ শতাংশ ভারতীয় নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

 
ভারতের দিল্লি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি অন্যদিকে ৪৪ শতাংশ ভারতীয় মনে করছেন, দূষণ ঠেকাতে ও বায়ুর মানোন্নয়নে মোদি সরকার কার্যকর পদক্ষেপ নিতে সফল হয়নি। অন্যদিকে ৬০ শতাংশ মনে করছেন, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে মোদি সরকার সফল। ৩৩ শতাংশ মানুষ এ বিষয়ে মোদি সরকারকে সফল মনে করেন না।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন