ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সংক্রমণ কমায় ইতালিতে বিধিনিষেধ শিথিল

সংক্রমণ কমায় ইতালিতে বিধিনিষেধ শিথিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ শিথিল করেছে ইতালি। দেশটিতে প্রবেশে ‘গ্রিন পাস’ দেখাতে হয়, যার মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিন পাস দেখানোর মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না। 

বিধিনিষেধ তুলে নেওয়ায় ইতালিতে প্রবেশে করোনা টিকার সনদ, সাম্প্রতিক সুস্থতার সনদ কিংবা করোনা নেগেটিভ পরীক্ষার সনদ দেখাতে হবে না। 

ইউরোপের মধ্যে ইতালিতেই প্রথম ২০২০ সালের শুরুতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং মহামারী আকার ধারণ করে। এর ফলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইতালি সরকার। দেশটির সব কর্মীকেই গ্রিন পাস দেখাতে হয়। 
বর্তমানে ইতালির বড় একটি অংশকে টিকা দেওয়া হয়েছে এবং সংক্রমণের হারও অনেক কমে গেছে। তাই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। তবে বিদ্যালয় ও গণপরিবহনে এখনো মাস্ক পরা মাধ্যতামূলক।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন