আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে শ্রীলঙ্কা


চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই জ্বালানি কেনার জন্য ভারতের কাছে আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে শ্রীলঙ্কা।
এ বিষয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার মিলিন্দা মোরাগোদা ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
আগেও ভারত জ্বালানি সঙ্কট মোকাবেলার শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। এ জন্য নয়া দিল্লির প্রশংসা করেছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে এবারই সবেচেয়ে বেশি অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। জ্বালানি, খাদ্য, জরুরি ওষুধসহ নানা ধরনের পণ্যের ঘাটতি দেশটিতে চরম আকার ধারণ করেছে।
এমইউআর
