ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • হেল্প'র অফিসিয়াল টি শার্ট উন্মোচন

    হেল্প'র অফিসিয়াল টি শার্ট উন্মোচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেচ্ছয় করি রক্ত দান করবো মোরা মনবতার কল্যান, বেঁচে যাবে একটি প্রান এ শ্লোগানে লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলা তারুণ্যের শক্তি দিয়ে কয়েক শত তরুণের গড়ে তুলেছে  সেচ্ছায় রক্তদান সংগঠন "হেল্প " । এ সংগঠন টি গড়ে উঠেছে কিছু মানবতা প্রেমী মাদকাসক্ত মুক্ত  যুবকদের নিয়ে।

    রংপুর বিভাগের যে যে প্রান্ত থেকে  রোগীর জন্য রক্তের জন্য যোগাযোগ করলে সম্পুর্ন সেচ্ছাশ্রমে বিনা মূল্যে মানবিক সাহায্য হিসেবে রক্ত সংগ্রহ করে। যে রোগীর জন্য যে গ্রুপের রক্ত প্রয়োজন তারা রক্ত দানকারী সংগ্রহ করে সেখানেই পৌঁছে দিয়ে থাকে সম্পুর্ন বিনামূল্যে।

    এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যেও প্রতিনিয়ত রক্ত দান করে চলছে মুমূর্ষু রোগী দের জন্য। তারা তাদের সংগঠনের সাইকেলিং নেটওয়ার্ক জেলার মধ্যে মানুষের ত্রানকর্তা হিসেবে নিবেদন করেছে।  মানুষ মানুষের জন্য এ বাস্তব সত্যটা প্রতিষ্ঠিত করে চলছে।

    এজন্য তাদের সংগঠনে কাজ বেগবান করতে মঙ্গলবার রাতে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন (এম পি) মাস্টার্স ভবনে বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান "হেল্প " এর অফিসিয়াল টি শার্ট উন্মোচন করা হয়। তাদের প্রচারনা বেগবান করতে   এখন থেকে  প্রতিটি সদস্যদের এ টি বাধ্যতামুলক গায়ে পরতে হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন  সংগঠনের উপদেষ্টা, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুোৎসাহী মাহমুদুল হাসান সোহাগ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হাতিবান্ধা উপজেলা।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, অত্র সংগঠনের  সভাপতি সম্পাদক, মফস্বল  সাংবাদিক  ফোরাম জেলা সম্পাদক আসাদুজ্জামান  সাজু, হাতীবান্ধা  রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফা  সহ সকল সদস্য।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ