ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

অর্থপাচার মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীকে তলব

অর্থপাচার মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীকে তলব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে অর্থ পাচারের অভিযোগে দেশটির দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।  স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র রণদীপ সিং সুর্জেওয়ালা। খবর এনডিটিভি ও দ্য হিন্দু। 

সুর্জেওয়ালা বলেন, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার তহবিল থেকে মুদ্রা সরানো ও তা বিদেশে পাচারের অভিযোগ এসেছে। আগামী ৮ জুন ইডির কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দলের সভানেত্রী ও তার পার্লামেন্ট সদস্য ছেলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তলব করাকে কংগ্রেস দেখছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক যুদ্ধ হিসেবে। কংগ্রেসের পার্লামেন্ট সদস্য ও আইনজীবী অভিষেক মানু সিংভি বলেছেন, অর্থ পাচারের কোনো প্রমাণ নেই। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কংগ্রেস এ এমপি পৃথক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ৮ জুন সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে উপস্থিত হবেন, তবে রাহুল গান্ধীর উপস্থিতির দিন পেছাতে ইডি বরাবর আবেদন করা হবে।

ইডির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাদের আর্থিক হিসাব চাওয়া হয়েছে।

এর আগে ইয়ং ইন্ডিয়ান পার্টির মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার একটি আর্থিক অনিয়মের তদন্তের জন্য সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে। এই ইস্যুতে এরই মধ্যে কংগ্রেস নেতা মাল্লিকারজুম খারজ ও পাওয়ান বানসালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন