আমতলীতে সরকারি রাস্তার ইট দিয়ে ঘাটলার সিরি নির্মাণ

বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হলদি বাড়িয়ায় সরকারি রাস্তার ইট দিয়ে মসজিদ সলগ্ন ঘাটে সিরি নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, হলদি বাড়িয়া থেকে গুলিশাখালী ও কলাগাছিয়া বাজারে যাতায়াতের রাস্তার ইট উঠিয়ে নিয়ে হলদি বাড়িয়া জামে মসজিদ সলগ্ন ঘাটে সিরি নির্মাণও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে একই এলাকার মো. হাবিবুর রহমান ও তার ভাই নজরুল ইসলাম (মন্টুর) বিরুদ্ধে।
রাস্তার ইট দিয়ে মসজিদের কাজ করার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক লোক জানিয়েছেন হাবিবুর রহমান ও তার ভাই নজরুল ইসলাম (মন্টু) রাস্তার ইট দিয়ে শুধু মসজিদ সলগ্ন কাজই করে নাই, তাদের বাসাবাড়িতেও এই ইট বিভিন্ন কাজে ব্যবহার করছে।
এবিষয়ে গ্রাম পুলিশ খলিলুর রহমান বলেন, এভাবে সরকারি রাস্তার ইট দিয়ে মসজিদের কাজ করা ওনাদের ঠিক হয় নাই, মসজিদের কাজ করার দরকার গ্রামবাসী সকলের সাথে পরামর্শ করে সকলের সহযোগিতা নিয়েই মসজিদের উন্নয়ন কাজ করা উচিৎ ছিলো।
এবিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান ইট নেওয়ার কথা স্বিকার করে বলেন, এই ইট আমি চুরি করে আনি নাই, এই রাস্তার কন্ট্রাক্টর আমাকে মসজিদের কাজ করার জন্য দিয়েছে। আমতলী থানার এস আই আশরাফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বিকার করে বলেন, বিষয়টি তদন্ত চলছে ।
আমতলী উপজেলা প্রৌকশলী আব্দুল্রঅহ আল মামুন বলেন, সরকারী ইট নিয়ে এভাবে কেহ কাজ করতে পারেনা । তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর