ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

এক মন্ত্রীর কারাদণ্ড, সাবেক আরেক মন্ত্রীকে খুঁজছে গোয়েন্দারা

এক মন্ত্রীর কারাদণ্ড, সাবেক আরেক মন্ত্রীকে খুঁজছে গোয়েন্দারা
জনস্টন ফার্নান্দো ও প্রসন্ন রানাতুঙ্গা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শ্রীলঙ্কার নগর উন্নয়ন ও গৃহায়ণ বিষয়ক মন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গাকে গতকাল সোমবার দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তবে এই শাস্তি ৫ বছরের জন্য সাময়িকভাবে স্থগিত থাকবে।

অন্যদিকে শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী জনস্টন ফার্নান্দোকে খুঁজছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। ক’দিন আগে দেশটির টেম্পল ট্রিজ এবং গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনাতেই এই খোঁজ চালানো হচ্ছে।

মন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গার বিরুদ্ধে মামলা করেছিলেন অ্যাটর্নি জেনারেল। সেই মামলায় কলম্বো হাইকোর্ট সোমবার মন্ত্রীকে দুই বছরের জেল ও আড়াই কোটি রুপি জরিমানা করেছে।


২০১৫ সালে একজন ব্যবসায়ীর কাছে হুমকি দিয়ে অর্থ দাবির মামলায় তার বিরুদ্ধে এই রায় দিয়েছে আদালত। মন্ত্রী রানাতুঙ্গাকে ১৩টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইনের খবরে এসব তথ্য জানা গেছে। গত ৯ মে টেম্পল ট্রিজ এবং গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার পর শ্রীলঙ্কায় এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সাবেক মন্ত্রী জনস্টন ফার্নান্দোর বিরুদ্ধে জনতার ওপর হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

সিআইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। তার সন্ধানে এরই মধ্যে বেশ কয়েকটি টিম মাঠে নেমেছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন