পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন


ইতিহাসে প্রথমবারের মতো ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান ২০৪ ছাড়িয়েছে। একইসঙ্গে, প্রথমবারের মতো একদিনে রেকর্ড চার রুপি দরপতন হয়েছে পাকিস্তানি মুদ্রার।
মঙ্গলবার আন্তঃব্যাংক লেনদেনের একপর্যায়ে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানি মুদ্রার মান একদিনে চার রুপি কমে ২০৪ রুপি ছাড়ায়। তবে দিনশেষে এর দরপতন তিন রুপির কাছাকাছি গিয়ে স্থির হয়েছে।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্যমতে, মঙ্গলবার (৭ জুন) মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ১ দশমিক ৩৭ শতাংশ বা ২ দশমিক ৭৭ রুপি কমে ২০২ দশমিক ৮৩-এ দাঁড়িয়েছে। এর আগে গত ২৬ মে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন ২০২ রেকর্ড করা হয়েছিল।
পাকিস্তান ফোরেক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান রেকর্ড ২০৪ রুপিতে নামতে দেখা গেছে।
আরিফ হাবিব লিমিটেডের গবেষণা প্রধান তাহির আব্বাস বলেছেন, তেলের মূল্য পরিশোধ বাকি থাকা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে পাকিস্তানি রুপি বেশ চাপের মধ্যে রয়েছে।
চলতি অর্থবছরের শুরু (১ জুলাই, ২০২১) থেকে এ পর্যন্ত পাকিস্তানি মুদ্রার দরপতন হয়েছে রেকর্ড ৪৮ দশমিক ২৯ রুপি বা ৩০ দশমিক ৬৫ শতাংশ। গত ১৩ মাস ধরেই পাকিস্তানি রুপির মান নিম্নমুখী।
২০২১ সালের মে মাসে ডলারের বিপরীতে রুপির মান ছিল রেকর্ড সর্বোচ্চ ১৫২ দশমিক ২৭। এরপর থেকে পাকিস্তানি মুদ্রার মান কমেছে আরও ৩৩ দশমিক ২০ শতাংশ বা ৫০ দশমিক ৫৬ রুপি।
এএজে
