বরগুনা সিভিল সার্জন অফিসে আগুন, নেভালেন পথচারীরা

বরগুনার সিভিল সার্জন কার্যালয়ের একটি জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহত এবং তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
বুধবার (৮ মে) রাত পৌনে ১০টার দিকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের উত্তর পাশের ভবনের জেনারেটর রুমে এঘটনা ঘটে।
জানা যায়, বরগুনা সার্কিট হাউজ মাঠ সংলগ্ন সিভিল সার্জন অফিসের ভ্যাকসিন রুম এখানে। এর পাশে একটি উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর রয়েছে। হঠাৎ করেই জেনারেটর রুমে আগুন লেগে যায়। এসময় সার্কিট হাউজ মাঠে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রথমে আগুন দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে সার্কিট হাউজ মাঠের দর্শনার্থী-পথচারীরা ঘটনাস্থলে গিয়ে বালি ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এরমধ্যে ফায়ার সার্ভিস বরগুনারা একটি ইউনিট চলে আসে ঘটনাস্থলে । তারা আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়।
শফিকুল ইসলাম নামে একজন বলেন, আমি রাত আটটার দিকে সার্কিট হাউজ মাঠে আসি। এসময় আমরা কয়েকজন বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সিভিল সার্জন অফিসে আগুন দেখে ছুটে যাই ঘটনাস্থলে । এরপর আমি আরও অনেকেই বালি ছুড়ে মারি। এতে আগুন নিয়ন্ত্রণে আসে।
বরগুনা সাংস্কৃতি ও সাামজিক সংগঠন দুর্বারে সাধারন সম্পাদক বলেন, আমি প্রতিদিন সন্ধ্যা থেকে সার্কিট হাউজ মাঠে বসে থাকি ৷ আজও বসে চা খাচ্ছিলাম। রাত পৌনে দশটার দিকে হঠাৎ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন সিভিল সার্জন অফিসে আগুন লেগেছে সেটা দেখতে পাই। আমিসহ কয়েকজন ছুটে গিয়ে অগ্নিনির্বাপক গ্যাস ও বালি নিক্ষেপ করি। এতে আগুন নিয়ন্ত্রণে এসে যায়।
ফায়ার সার্ভিস বরগুনা স্টেশন অফিসার শামীম রেজা বলেন, ৯৯৯ এর মাধমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছাই। ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটেছে। যে রুমে আগুন লেগেছে পার্শবর্তী রুমে কোভিট ভ্যাক্সিন ফ্রিজ আপ করা। তবে এতে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। একটি জেনারেটর মেশিন আমরা অক্ষত উদ্ধার করতে পেরেছি, যার দাম আনুমানিক ১৫-২০ লাখ টাকা।
এএজে