পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরগুনায় প্রস্তুতি সভা

দীর্ঘ প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে বরগুনায় উদ্বোধন অনুষ্ঠান পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা হয়েছে।
জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাশ, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু প্রমুখ।
বর্ণাঢ্য র্যালি , পৌর শহরে আলোকসজ্জা, আতশবাজি, উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার সহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ জুন দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ জেলায় কর্মরত সকল কর্মকর্তাগন সার্বিক সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত হয়।
এইচকেআর